ধনবাড়ী প্রতিনিধি
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংগঠনিক শাহ পরানুল ইসলাম রনিকে ক্লাব ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে অব্যাহতি দেওয়া হয়েছে তার সদস্য পদও।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, গত ২২/০২/২০২৫ তারিখে সাধারণ সভায় শাহ পরানুল ইসলাম রনিকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। জনস্বার্থে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের শুভাকাঙ্ক্ষী সংক্লিষ্ট ব্যক্তিবর্গ ও ধনবাড়ী উপজেলার সর্বস্তরের জনসাধারণের জ্ঞাতার্থে সংবাদটি প্রকাশ করা হচ্ছে, যাতে কেউ শাহ পরানুল ইসলাম রনির সাথে কোন ধরনের আর্থিক ও নৈতিক সম্পর্ক না রাখেন যদি কেউ তার মাধ্যমে প্রতারিত হয় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব দায়ী থাকিবে না।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের চলতি মাসিক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধন্ত নেওয়া হয়েছে।
প্রেসক্লাবের সাথে মোঃ রনি ওরফে শাহ পরানুল ইসলাম রনির কোন প্রকার যোগাযোগ না রাখা ,নিয়ম নীতি না মানা , সকল সদস্যদের সাথে দূরত্ব তৈরী সহ বহু অনিয়মের সাথে জড়িত হওয়ায় তাকে পদ ও সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এখন থেকে মো: রনি ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের কোনরুপ পরিচয় বহন করতে পারবে না। মো: রনি ওরফে শাহ পরানুল ইসলাম রনির কোন দায়ভার ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাব বহন করবে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক জানান ,মো: রনি ওরফে শাহ পরানুল ইসলাম রনির শিক্ষাগত যোগ্যতা বলতে ৫ম শ্রেণির গন্ডি পার হতে পারে নাই , এতিম খানায় থেকেছে , বিভিন্ন সাংবাদিকদের হাত ফরমাইস করতে শুরু করলো হঠাৎ করে নিজে নিজে ফেসবুক পেজ খুলে বনে গেলো রাতারাতি সাংবাদিক , নিজেকে সাংবাদিক হিসেবে দাবি করা শুরু করলো । এসব মিথ্যা পরিচয় দিয়ে এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে সাধারন মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতো । "DPC News 24" ' নামে একটি ফেসবুক পেজ সে চালায় এই পেজটি হলো তার প্রতারণা করার মূল হাতিয়ার। এছাড়াও বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রসাশন এর সাথে সু-সর্ম্পক রয়েছে দাবী করতো। যার সাথে একটু পরিচিত হতো তার কাছ থেকেই নানা অযুহাতে অর্থ ধার নিত পরে সে অর্থ ফিরোত দিতোনা , অর্থ ধার নেওয়ার বিষয় অস্বীকার করতো । প্রকৃতপক্ষে সে কোন সাংবাদিক না , সাংবাদিক নাম ব্যবহার করে প্রতারনাই হচ্ছে তার মূল পেশা ।
এলাকাবাসী জানান ,শাহ পরানুল ইসলাম রনির নামে ধনবাড়ী থানায় চাদাবাজীর অভিযোগ সহ প্রথম স্ত্রী ও ২ সন্তানের তথ্য গোপন করে সাংবাদিক পরিচয়ে প্রেমের ফাদে ফেলে একাধিক বিয়ে ও নগদ টাকা ও গহনা নিয়ে পলায়ন ও যৌতুক ,নারী নির্যাতনের মামলাও রয়েছে । এলাকাবাসী এই প্রতারক, নারী লোভী, চাদাবাজ সাংবাদিকের কঠিন শাস্তির দাবী করেন।
এ বিষয়ে কথা বলার জন্য শাহ পরানুল ইসলাম রনির দুটি মুঠোফোনে ফোন করা হলে বন্ধ পাওয়া যায় ।
0 Comments