মোহাম্মদ ইমাম হাসান সোহান , বিশেষ প্রতিনিধি
কৃষি বান্ধব জেলা টাঙ্গাইলে এখন চরম শাক-সবজির সংকট দেখা দিয়েছে । চলমান বন্যায় টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় সবজির ক্ষেতখামার সব পানিতে তলিয়ে যাওয়ায় এই মুহূর্তে এই সংকট চরম আকার ধারণ করেছে । বাজারে প্রতি কেজি সবজি ৮০-১২০ টাকায় বিক্রি হচ্ছে । কচু লতি পেঁপে কলমি শাক ছাড়া তরিতরকারির তেমন দেখা মিলছে না । কাঁচা মরিচের মূল্য প্রতি কেজি তিনশত টাকা ছাড়িয়েছে । ধনবাড়ী মধুপুর গোপালপুর ঘুরে দেখা গেছে বেগুন ১০০টাকা,পটল ৮০ টাকা, ঝিঙে ১০০টাকা,করল্লা১২০টাকা, ধুন্দুল ৮০টাকা, ঢেঁড়স ৭০টাকা , লতা ৮০টাকা ,মুখী৮০টাকা, পেঁপে ৪০টাকা ,আলু ৭০টাকা, পেঁয়াজ ১২০টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে । কাঁচা কলা, ডাটা,কলমি শাক,কচু সহ অন্যান্য শাক-সবজি বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে পেঁয়াজের মূল্য বেশি থাকায় মানুষ তরকারির পরিবর্তে বেশি বেশি পেঁয়াজ ক্রয় করতেও পারছে না । বাধ্য হয়ে মানুষ বেশি টাকায় স্বল্প পরিমাণে বাজার করে ঘরে ফিরছে । এসব এলাকার কৃষকদের সাথে কথা বলে জানা যায় বন্যা এবং বৃষ্টিতে প্রায় সকল চাষীদের শাক-সবজির ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সহসাই বন্যার পানি না নামলে নীচু এলাকায় সবজি চাষ শুরু করা সম্ভব হবে না । বন্যায় শুধু শাক-সবজির ক্ষতি সাধন হয়নি ধানের চারারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেশীরভাগ ধানের বীজতলা এখন পানির নীচে । এই অবস্থা থেকে উত্তরণে অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই । তাই সহসা শাক সবজির দাম কমবে বলে মনে হয় না ।
0 Comments