শিরোনাম: সাংবাদিক রনি নিজের জীবন বাজি রেখে কালো বাজারের চাউল আটক করলেন।




টাঙ্গাইলের ধনবাড়ী উপ‌জেলা‌য় সরকারি ১৫ টাকা দ‌রের ৩০ কেজি চালের ৮‌টি বস্তা কালো বাজারে বিক্রির উদ্দেশে বস্তা পরিবর্তন ক‌রে অ‌টো দি‌য়ে পাচা‌র করার সময় হাতে নাতে ধরে ফেলে ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের সাংবা‌দিকগন 

ঘটনা সূ‌ত্রে জানা যায় , গত ২৫ এপ্রিল বৃহস্প‌তিবার সরকারি চাল কালো বাজারে বিক্রির প্রস্তুতি চলছে, এমন সংবাদের ভিত্তিতে ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের সাংবা‌দিক মোঃ শাহ্ পরানুল ইসলাম র‌নি ও শ‌হিদুল ইসলা‌ম বিকাল ৩ ঘ‌টিকায় জিগাতলা মো‌ড়ে অবস্থান ক‌রেন । সরকা‌রি চা‌লের বস্তা বুঝাই অ‌টো জিগাতলা মো‌ড়ে আস‌তেই সাংবা‌দিক শাহ্ পরানুল ইসলাম র‌নি হাত দি‌য়ে অ‌টো থামার জন‌্য সিগনাল দি‌লে অ‌টো না থা‌মি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা ক‌রেন। সাংবা‌দিক শাহ্ পরানুল ইসলাম র‌নি অ‌টোর সা‌থে দৌ‌ড়ি‌য়ে সাধারন জনগ‌নের সাহা‌য্যে সরকা‌রি চা‌লের বস্তা বুঝাই অ‌টো ধর‌তে সক্ষম হন । প‌রে উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে অ‌টো সহ ৮ বস্তা সরকা‌রি চাল নি‌য়ে আসা হয় । 

ঘটনার সত্যতা পেয়ে এসময় সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা সরকা‌রি চাল পাচার ,মজুদ,বি‌ক্রি করার কারণে 


৫০০০টাকা অর্থদন্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা। 


এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, খাদ্য পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান, ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম মিলন , সাংগঠ‌নিক সম্পাদক শ‌হিদুল ইসলাম ,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শাহ্ পরানুল ইসলাম র‌নি সহ ধনবাড়ী থানার চৌকস পুলিশ টিম।

সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকমিলা
বলেন, আমরা এই সরকা‌রি চাল পাচারর কা‌রি‌দের দীর্ঘদিন যাবত ধরার চেষ্টা ক‌রে যা‌চ্ছি কিন্তু তারা ধরা ছোয়ার বা‌হি‌রে ছিল । আজ সাংবা‌দিক‌দের সাহসী ভু‌মিকায় তা‌দের হা‌তে না‌তে ধর‌তে সক্ষম হ‌য়ে‌ছি । তি‌নি ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের সাংবা‌দিক‌দের ধন‌্যবাদ জানান। 
 
সরকা‌রি চাল বেচা কেনা ব্যবসায়ীদের সতর্ক করতে এই অভিযান।পরিশেষে এই ব্যবসায়ীদেরকে সতর্ক করে দিয়ে , চাল ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানান।

স্থানীয়দের অভিযোগ, এই সব সরকা‌রি চাল দীর্ঘদিন ধ‌রে কেনা বেচা হ‌চ্ছে । স্থানীয়রা নিয়মিত এই চাল চ‌ক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার দাবি জানান।

Post a Comment

0 Comments