মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বিশেষ প্রতিনিধি
ধনবাড়ী উপজেলা রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ০২/০৩/২০২৪ ইং রোজ শনিবার শেরপুরের গজনী অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। এই বৎসর দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত বার্ষিক বনভোজনে সমিতির সকল সদস্য স্বতফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। ধনবাড়ী ছাড়া সারা বাংলাদেশে উপজেলা ভিত্তিক রড সিমেন্ট ব্যবসায়ী সমিতি আর নাই । ধনবাড়ী উপজেলার রড সিমেন্ট ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এই সমিতি গঠন করা হয়।নিয়মিত মাসিক মিটিং, পবিত্র রমজান মাসে ইফতার পার্টি এবং বার্ষিক বনভোজন আয়োজনের মধ্য দিয়ে এই সমিতির ঐক্য বজায় রাখতে সকলেই আশাবাদী। ধনবাড়ী উপজেলা রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি খন্দকার মিজানুর রশিদ বলেন, 'আমাদের যে সমিতি হয়েছে তা বাংলাদেশের অন্যান্য রড সিমেন্ট ব্যবসায়ীদের জন্য উদাহরণ হয়ে থাকবে। সমিতির সকল সদস্যদের অধিকার এবং নূন্যতম স্বার্থ নিশ্চিত করার পাশাপাশি সুসম্পর্ক তৈরি করাই আমাদের লক্ষ্য'। সমিতির সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম বকল বলেন ,'ধনবাড়ীর রড সিমেন্ট ব্যবসায়ীদের এই ঐক্যতা দীর্ঘস্থায়ী হবে এবং বার্ষিক বনভোজন আয়োজনের মধ্য দিয়ে তা আরও সমৃদ্ধ হবে'। বনভোজনে মধ্যান্নভোজের পর লটারির মাধ্যমে সকল সদস্যদর পুরষ্কিত করা হয় । এছাড়াও সকলের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা ছিল। বার্ষিক বনভোজনে উপদেষ্টা অধ্যাপক আবু রায়হান,সহ- সভাপতি মোঃ শাহিনুর ইসলাম,কোষাধ্যক্ষ আলমগীর হোসেন সহ কার্যকরী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। ধনবাড়ী উপজেলা রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজনের সার্বিক দায়িত্বে ছিলেন উক্ত সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক এবং ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান (সোহান)।
0 Comments