ধনবাড়ীতে লাইসেন্স না থাকায় রাইস মিল মালিক কে জরিমানা।

ধনবাড়ীতে লাইসেন্স না থাকায় রাইস মিল মালিক কে জরিমানা। 


জহিরুল ইসলাম মিলন ( বিশেষ প্রতিনিধি ) 

টাঙ্গাইলের ধনবাড়ীতে লাইসেন্স না থাকায় ১ চালকল মালিককে ৫০০০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 গতকাল দুপুরে ধনবাড়ী উপজেলার ভাইঘাট বিভিন্ন এলাকায় মিল পরিদর্শন ও অবৈধ মজুদ অভিযান পরিচালনাকালে লাইসেন্স না থাকায়
মেসার্স এম হোসেন ট্রেডার্স এ জরিমানা করা হয়। এ জরিমানা আদায় করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম । এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল্লাহ ইবনে হুসাইন, মোঃ মাহমুদুল হাসান খাদ্য পরিদর্শক ধনবাড়ী উপজেলা এবং পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, আকস্মিকভাবে বাজারে চালের দর বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে গোডাউনে অবৈধভাবে চাল মজুদ ও সরকারি লাইসেন্স না থাকায় এক মিল মালিককে মোট ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মজুদদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments