পর্যাপ্ত শিল্প কারখানা স্হাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ড.মো: আব্দুর রাজ্জাক।

পর্যাপ্ত শিল্প কারখানা স্হাপন করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ড.মো: আব্দুর রাজ্জাক।

মোহাম্মদ ইমাম হাসান ( বিশেষ প্রতিনিধি )

গতকাল ০২/২/২০২৪ ইং রোজ মঙ্গলবার মধুপুরের ৪নং কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টাঙ্গাইল ০১ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ড. মোঃ আব্দুর রাজ্জাক এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর একটায় ড.মো: আব্দুর রাজ্জাককে স্হানীয় জনগণ লালগালিচায় স্বাগতম জানান। এসময় আদিবাসী গাড়ো সম্প্রদায়ের তরুণীরা নৃত্য পরিবেশন করে । এক উৎসব মুখর পরিবেশে পথসভায় সবার প্রধান আলোচক ছিলেন ড.মো: আব্দুর রাজ্জাক। আওয়ামীলীগের এবারের নির্বাচনী ইশতেহারে যুবক যুবতীদের কর্মসংস্থান বিষয়ে বিশেষ গুরুত্ব রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন ড.মো: আব্দুর রাজ্জাক। এ যাবৎ দেশের অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। রাস্তা ঘাট, ব্রীজ , ফ্লাইওভার, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, বিমান বন্দর, রেলপথ,পদ্মাসেতু, স্কুল কলেজের ভবন,আবাবিক ভবন সহ অসংখ্য অবকাঠামো এখন দৃশ্যমান। কিন্তু কর্মসংস্থান তেমন বৃদ্ধি পায়নি।তাই এবার আওয়ামীলীগের ইসতেহারে কর্মসংস্থান এর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আওয়ামীলীগ সরকার গঠন করলে বহু লোকের কর্মসংস্থান এর ব্যবস্হা করবে এবার। তাই এবারের নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামীলীগকে সেই সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। কোনো প্রকার আন্দোলন-সংগ্রাম, কোনো হুমকি এই নির্বাচন থেকে জাতিকে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।তিনি আরও বলেন, 'অতীতেও তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করেছে। আগুন সন্ত্রাস করেছে, গাড়ি-ঘোড়া পুড়িয়েছে, রেল লাইন তুলে ফেলেছে, বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, মানুষকে পুড়িয়ে হত্যা করেছে,সাংবাদিক দের উপর হামলা করেছি শত শত মানুষকে তারা অগ্নিদগ্ধ করেছে। এটির আর পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আমরা খুবই সচেতন। বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগের চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং সক্ষম-দক্ষ। তারা এটি মোকাবিলা করবে। কোনো অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। দেশকে রাজনৈতিকভাবে অস্থিতিশীল করতে দেওয়া হবে না'।গতকাল টাঙ্গাইলের মধুপুর উপজেলার তার নির্বাচনী এলাকার ৪নং কুড়াগাছা ইউনিয়নের মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নির্বাচনীকর্মী সভায় তিনি এসব কথা বলেন।ড. আব্দুর রাজ্জাক কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনেও ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমাণ করবো এই মধুপুর শেখ হাসিনার মধুপুর , এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর । তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের জনগন আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী।৪নং কুড়াগাছা ইউনিয়নের মমিনপুরের পথসভায় বক্তব্য রাখেন বাপ্পু সিদ্দিকী, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল গফুর মন্টু , আবুল কালাম আজাদ,শরীফ আহমেদ, ফজলুল হক সরকার, আব্দুল মান্নান,মহিউদ্দিন,মধুপুর পৌর মেয়র সিদ্দিক হোসেন খান। সভায় সভাপতিত্ব করেন ৪নং কুড়াগাছা ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। পথসভায় ৪নং কুড়াগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতাকর্মী সমর্থক সহ স্হানীয় জনগণ উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments